নোয়াখালী মেডিকেলের ডা. ফজলে এলাহী খানকে বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
ডা. ফজলে এলাহী খান

নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (নেফ্রোলজি) ডা. ফজলে এলাহী খানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুস সালাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. ফজলে এলাহী খান স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলার সভাপতি।

মো. আবদুস সালাম বলেন, ‘মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-২) জাকিয়া পারভীন স্বাক্ষরিত চিঠিতে তাকে অধিদপ্তরের ওএসডি (অতিরিক্ত) হিসেবে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে ডা. ফজলে এলাহী খানকে একাধিকবার মোবাইলে ফোন করা হলে তিনি কল কেটে দেন।

এর আগে ডা. ফজলে এলাহী খানসহ নয় জনের বিরুদ্ধে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মালামাল ক্রয়ে ব্যাপক দুর্নীতি-লুটপাটের অভিযোগ উঠে। এছাড়াও হাসপাতালে সিন্ডিকেটর মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।