ড্রামের মুখ কাটতে গিয়ে কব্জি উড়ে গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
ড্রাম বিস্ফোরণে ওই শ্রমিকের ডান হাতের কব্জি উড়ে গেছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খালি ড্রামের মুখ কাটতে গিয়ে বিস্ফোরণে বাইরুল ইসলাম (৩৬) নামে এক শ্রমিকের ডান হাতের কব্জি উড়ে গেছে। তার ডান পাও গুরুতর জখম হয়েছে। এসময় তোতা আলী নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দাদনচক হল মোড় এলাকার তোতা আলীর দোকানে এ দুর্ঘটনা ঘটে।

কব্জি উড়ে যাওয়া বাইরুল ইসলাম নাচোল উপজেলার খোলসি গ্রামের নাইমুল ইসলামের ছেলে। আহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সম্প্রতি নামোজগন্নাথপুর সাহেবের ঘাট এলাকায় সড়ক নির্মাণকাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কের বিটুমিনের কাজে ব্যবহারের জন্য দুপুরে দাদনচক হল মোড় এলাকায় তোতার দোকানে খালি আটটি ড্রাম কাটার জন্য নিয়ে আসেন বাইরুল ইসলাম। ড্রামটি কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে বাইরুল ইসলামের ডান হাতের কব্জি উড়ে যায় এবং ডান পা গুরুতর জখম হয়।

এসময় সঙ্গে থাকা তোতা আলী আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বাইরুল ইসলামের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি তাজেমুল হক বলেন, অসাবধানতাবশত খালি ড্রাম কাটতে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ড্রামের ভেতরে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। এ বিষয়ে তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।