ফরিদপুরে পাসপোর্ট কার্যালয়ের ৪ দালাল আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:১৩ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
দালাল ও প্রতারকচক্রের সদস্যরা

ফরিদপুরে অভিযান চালিয়ে পাসপোর্ট কার্যালয়ের দালাল ও প্রতারকচক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে পাসপোর্ট কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নিতিশ চন্দ্র ঘোষ (৪০), মেহেদী হাসান জনি (৩৭), সুরুজ আলী (২৪) ও আরিফুজ্জামান আরিফ (৩৬)।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে কোতোয়ালি থানার চাঁনমারী এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

এন কে বি নয়ন/এসআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।