দায়িত্ব নিয়েই ২২ গ্রামের মানুষকে তেহারি খাওয়ালেন চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
রান্না করা খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়

দায়িত্বগ্রহণ করেই বাড়ি বাড়ি রান্না করা খাবার পৌঁছে দিলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান (সোনা মিয়া)। ইউনিয়নের ২২টি গ্রামের দুস্থ ও অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেন তিনি।

ইউপি কার্যালয় সূত্র জানায়, বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন সোনা মিয়া। এসময় রুপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা, অধ্যাপক মাহিদুল ইসলাম, ১২ জন মেম্বার, সংরক্ষিত নারী মেম্বার ও ইউপি সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনিয়নবাসীর জন্য রান্না করা হয় তেহারি। করোনার সংক্রমণ এড়াতে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন চেয়ারম্যান সোনা মিয়া। ওয়ার্ড
মেম্বার ও স্থানীয় মাতুব্বরদের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

jagonews24

টোংরাইল গ্রামের সুনিল বিশ্বাস, রিপন বিশ্বাস, রমেন, মহানন্দ বিশ্বাস; সুতালিয়া গ্রামের রবিন, সুকুমার; মোড়া গ্রামের রিপন টিকাদার ও লিটন মিয়া জাগো নিউজকে বলেন, ‘চেয়ারম্যান লোকমারফত আমাদের দাওয়াত দেন। পরে বাড়িতে খাবার পৌঁছে দেন।’

করোনার সংক্রমণ এড়াতে রান্না করা খাবার বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া।

তিনি আরও বলেন, চার হাজার টাকা দেনা নিয়ে দায়িত্ব বুঝে নিয়েছি। পরিষদের বিদ্যুৎ বিল বাকি রয়েছে ৬ হাজার ৫০০ টাকা। এর মধ্যে পরিষদ তহবিলে রয়েছে মাত্র ২ হাজার ৩০০ টাকা। আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।