মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরা চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২২

ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীর পর মানিকগঞ্জেও ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরা চালু করেছে জেলা পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি)দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

জেলা পুলিশ সূত্র জানায়, প্রথমবারের মতো ট্রাফিক বিভাগকে আটটি ক্যামেরা দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার ৭৫ ট্রাফিক পুলিশসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদেরও বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে। এ ক্যামেরা জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

jagonews24

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, উন্নত দেশের পুলিশের মতো এই বডিওর্ন ক্যামেরা সংযোজনের মাধ্যমে প্রযুক্তিগত কার্যক্রমে জেলা পুলিশ আরও একধাপ এগিয়ে গেল। এর ফলে পুলিশের কাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তে সহায়তা করবে বলেও জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান ও জেলা ট্রাফিক পুলিশের প্রধান কে এম মেরাজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বি এম খোরশেদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।