স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করতেন তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
গ্রেফতার ব্যক্তিরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে তা বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ছয়টি হার্ডডিস্ক ও পাঁচটি কম্পিউটার জব্দ করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাহাদুর মোড়লতলার তাসিকুল ইসলামের ছেলে রাজিব (২৪), একই ইউনিয়নের শ্যামপুর টিকস গ্রামের মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল হক (২২), শিবপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিলন রেজা (২৪), ওমরপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে রেজাউল করিম (২৬) ও শরৎনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে শাহাদাত হোসেন (২৫)।

jagonews24

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা ব্যবসার আড়ালে কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষণ করতেন। পরে এগুলো স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।