ঘরেই পুড়ে অঙ্গার হলেন বৃদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজারের চকরিয়ায় ঘরে আগুন লেগে দিলসাবা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হেফজাতুল করিম বলেন, শুক্রবার ভোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে বসতঘরে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে আমরা বের হতে পারলেও আমাদের ফুফু দিলসাবা বেগম অসুস্থ হওয়ায় ঘর থেকে বের হতে পারেননি। পরে তাকে বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাইফুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় অগ্নিদগ্ধ দিলসাবা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আগুনের লেলিহান শিখায় দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হয়নি।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।