ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

ফেনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

রোববার (৬ ফেব্রুায়ারি) বিকালে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুরে ফেনী-পরশুরাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী গ্রামের ফেয়ার আহাম্মদের ছেলে ফয়সাল নাদিম (২০) ও ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের আবু ইউসূফ চান্দু মিয়ার ছেলে আদনান হোসেন অন্তর (১৯)। দুর্ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন আশিকুর রহমান (১৯) ও আরমান সজীব (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে বন্ধুকে নিয়ে সদর উপজেলার ধর্মপুর থেকে ফুলগাজীতে ঘুরতে যাচ্ছিলেন নাদিম। তারা আনন্দপুর ইউনিয়নের হাসানপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করে। পরে আহতদের মাঝে অন্তরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর উল্লাহ কায়সার/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।