ঘরের মেঝেতে লুকানো ড্রামে মিললো ২ লাখের বেশি ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:২৩ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
ইয়াবাসহ আটক বাড়ির মালিক হাসান

কক্সবাজারে বসতঘরে প্লাস্টিকের ড্রামে লুকানো দুই লাখ ৭৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আওলিয়াবাদ গ্রাম থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। এসময় আটক করা হয় বাড়ির মালিক হাসানকে (৫৪)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, বসতবাড়িতে ইয়াবা মজুতের সংবাদে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে বাড়ির মালিক হাসানকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে কিছু স্বীকার না করলেও পরে তার দেখানো মতে ঘরের ভেতরে মাটির নিচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো ইয়াবাগুলো জব্দ করা হয়।

ইয়াবা জব্দের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ডিবির এই কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।