জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে মফিজল হক (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজল ওই এলাকার মৃত বাহাদুল্লা ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের সঙ্গে মফিজলদের বিরোধ চলে আসছিল। রোববার বিরোধীয় জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মফিজল ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুয়েল মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাহিদ খন্দকার/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।