চাচার মৃত্যুর শোকে ১২ ঘণ্টা পর মারা গেলেন ভাতিজাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
চাচা নির্মল রায় (বায়ে) ও ভাতিজা জীবন কৃষ্ণ রায় (ডানে)

চাচার মৃত্যুর শোকে অসুস্থ হয়ে ১২ ঘণ্টা পর মারা গেলেন ভাতিজাও। বরগুনা পৌরসভার কলেজ ব্রাঞ্চ সড়কে এ ঘটনা ঘটে। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনা মহা শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃতরা হলেন- কলেজ ব্রাঞ্চ সড়কের বাসিন্দা নির্মল রায় (৬৭) এবং তার বড় ভাই প্রয়াত সতিশ চন্দ্র রায়ের বড় ছেলে জীবন কৃষ্ণ রায় (৫৮)। নির্মল রায় পৌর শহরে দীর্ঘদিন ধরে দর্জির কাজ করতেন। আর তার ভাতিজা জীবন কৃষ্ণ রায় বরগুনা মৎস্য অফিসে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাদের পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে চাচা ও ভাতিজার মৃত্যু হয়। এদের মধ্যে চাচা নির্মল রায় শনিবার দিনগত রাত ৩টায় আর জীবন কৃষ্ণ রায় রোববার বিকেল ৩টায় মারা যান।

স্থানীয়রা জানান, নির্মল রায় বিপত্নীক ও নিঃসন্তান ছিলেন। তাই ভাতিজা জীবন কৃষ্ণ রায়কেই তিনি নিজ সন্তানের মতো দেখতেন। ভাতিজাও চাচাকে বাবার মতোই শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন।

বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রাইসুল আলম রিপন জাগো নিউজকে বলেন, শনিবার রাতে নির্মল রায় বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে রোববার বিকেলে চাচার শোকে অসুস্থ হয়ে ভাতিজা জীবন কৃষ্ণ রায়ও মারা যান।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।