রহনপুর মেয়র-কাউন্সিলরসহ ২৬ জন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নাজমা বেগম নামের এক নারীর করা মামলায় রহনপুর পৌরসভার মেয়র, দুই কাউন্সিলর, সার্ভেয়ার, স্কুলশিক্ষকসহ ২৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে জামিন চাইলে সেটি নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের আদালত পরিদর্শক মো. শহিদুল্লাহ জানান, গত বছরের ১৬ সেপ্টেম্বর বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর, ইট-রড চুরি ও গুরুতর জখমের অভিযোগে আদালতে মামলা করেন গোমস্তাপুর উপজেলার নুনগোলা প্রসাদপুরের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম।

ওই মামলায় রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলাম, পৌরসভার সার্ভেয়ার বারিউল ইসলাম, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলীসহ ২৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২ সেপ্টেম্বর গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র মো. মতিউর রহমান খানের নেতৃত্বে ৭০-৮০ জন দুষ্কৃতিকারী নাজমা খাতুনের বাড়ির ইটের প্রাচীর ভেঙে ফেলে। এ সময় বাঁধা দিতে গেলে নাজমা বেগমের ছেলে নাজমুল ফেরদৌস গুরুতর আহত হয়। মেয়রের সামনেই ট্রাকে করে ইট রড নিয়ে পালিয়ে যান তারা। এতে তাদের প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় গত বছরের ১৬ সেপ্টেম্বর নাজমা বেগম বাদী হয়ে পৌর মেয়র মতিউর রহমান খানকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে গোস্তাপুরের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দেন। একই বছরের ১৪ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন গোস্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার নজির।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর, আসামিরা মীমাংসার শর্তে সোমবার পর্যন্ত আন্তবর্তীকালিন জামিনে ছিলেন। বাদীর মালামালগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে আদালতের নির্দেশ তারা মানেন নি। আদালতের আদেশ অমান্য করায় বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।