বঙ্গবন্ধু সাফারি পার্কে সিআইডির কেমিক্যাল টিম, নমুনা সংগ্রহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করেছে সিআইডি একটি কেমিক্যাল টিম। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে ডা. নাজমুল করিম খানের নেতৃত্বে আসা টিমটি সাফারি পার্ক পরিদর্শন শেষে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, ১২-১৩টি নমুনা সংগ্রহ করে সিআইডির ল্যাবে পরীক্ষা করে প্রাণী মৃত্যুর কারণ বের করা হবে।

সিআইডির হেডকোয়ার্টার থেকে আসা কেমিক্যাল টিম, গাজীপুর ক্রাইমসিন টিম ও সিআইডি তদন্ত টিমের যৌথ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিআইডির এসপি রিয়াজুল হক, অঞ্জন কুমার সরকার প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।