ভ্যান থেকে ছিটকে সড়কে নানি-নাতনি, চাপা দিলো ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে বাজারে যাওয়ার পথে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৬) ও তার নাতনি মাইশা আক্তার (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যানে নানি-নাতনি বাজারে যাচ্ছিলেন। পথে দুবলাগাড়ী এলাকায় ভ্যানের একপাশের চাকা নির্মাণাধীন ফোরলেন সড়কের খাদে পড়ে যায়। এতে নানি-নাতনি ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় চালক-সহকারী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত নানি-নাতনির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহিদ খন্দকার/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।