মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো তরুণীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
নিহত রুনা আক্তার

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় রুনা আক্তার (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুনা আক্তার নরসিংদীর মনোহরদী উপজেলার হিতিমদী এলাকার শামসুদ্দিনের মেয়ে।

রুনার খালাতো ভাই খোরশেদ জানান, দুপুরে দুটি মোটরসাইকেলযোগে আমরা নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাচ্ছিলাম। সামনের একটি মোটরসাইকেলে রুনা ও আমার এক খালাতো ভাই ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় রুনার ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এসময় পেছন থেকে একটি ট্রাক রুনার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা আছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।