মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে
ফেনীর সোনাগাজীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন মিসকিন (৪৬) নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মিসকিন হোসেন উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের বাসিন্দা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৭ জানুয়ারি মিসকিন তার আট বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেছে মর্মে স্ত্রী থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি রাতে রাজবাড়ীর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে ফেনীর সোনাগাজী মডেল থানায় আনা হয়। গ্রেফতার মিসকিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু।
ওসি সাজেদুল আরও বলেন, তার বিরুদ্ধে নানা অভিযোগে ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম