ফেনীর কুল বাগান পরিদর্শনে গেলেন নারায়ণগঞ্জের কৃষকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
কুল বাগান পরিদর্শন করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ কৃষকরা

ফেনী সদর উপজেলার কাজিরবাগে কৃষক আছমত আলীর বাণিজ্যিক কুল বাগান পরিদর্শন করেছেন একটি দল কৃষক।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. নুর জাহান ও অতিরিক্ত উপ-পরিচালক আমিনুর রশীদ (পিপি) ও লিটন দেব নাথ কৃষক দলের সঙ্গে উপস্থিত ছিলেন।

এ সময় ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, কাজিরবাগ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফুল করিম মজুমদারসহ জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কৃষিবিদ ড. নুর জাহান বলেন, আছমত আলী তার বাগানে আধুনিক প্রযুক্তির ব্যবহার করেছেন। তিনি ইতোমধ্যেই দেশের অন্য কৃষকদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন। নারায়নগঞ্জেও এ কুল চাষ নিয়ে কৃষকদের উৎসাহিত করা হবে।

নারায়নগঞ্জের সোনারগাঁও আগত কৃষক তারা মিয়া বলেন, আছমত আলীর বাগান দেখে উৎসাহিত হয়েছি। তার কাছ থেকে বিস্তারিত জেনেছি। আশা করছি এ কুল সোনারগাঁওয়ে চাষাবাদ করা যাবে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।