লক্ষ্মীপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
লক্ষ্মীপুরে সদর হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ জান্নাতুল ফেরদৌস রুনার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাছলিমা বেগম নামের এক ভুক্তভোগী এ অভিযোগ করেন।
তাছলিমা বেগম উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের বাসিন্দা মো. রাজুর স্ত্রী।
ভুক্তভোগীর পরিবার জানায়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাছলিমা বেগমের প্রসব বেদনা ওঠলে তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আলট্রাসনোগ্রাফি প্রতিবেদনে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক রয়েছে জানিয়ে নরমাল ডেলিভারির আশ্বস্ত করা হয়। পরে রোগীর অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক অস্ত্রোপচারের অনুরোধ করলেও চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রুনা তা করেননি।
রুনা সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ প্রসূতির স্বজনদের। দুদিন পর বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রোগীর অস্ত্রোপচার করে বলা হয়, নবজাতক মারা গেছে। এছাড়া চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ স্বজনদের।
এ বিষয়ে বক্তব্য জানতে চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রুনার মোবাইলে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, চিকিৎসায় অবহেলা হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। অবহেলার প্রমাণ মিললে ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এসআর/এএসএম