‘আর কখনো মাদক সেবন করবো না’ মুচলেকায় ছাত্রলীগ নেতার মুক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আনাস আলী

ফেনসিডিল সেবনের দায়ে আটকের পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আনাস আলী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকআলমপুর মোড় থেকে ছাত্রলীগ নেতা আনাস আলীসহ তিনজনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

আটকরা হলেন-সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকার আব্দুল হকের ছেলে ছাত্রলীগ নেতা আনাস আলী, বারোঘরিয়ার বরজান আলীর ছেলে নয়ন আলী ও মহারাজপুরের মোংলা মণ্ডলের ছেলে মো. ইসমাইল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানে উপ-পরিদর্শক (এসআই) আসাদের নেতৃত্বে মাদক সেবনের দায়ে তাদের আটক করা। এসময় তাদের কাছে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দর কর বলেন, ‘আর কখনো মাদক সেবন করবো না’—এমন প্রতিশ্রুতি দিয়ে তারা মুচলেকা দেন। মুচলেকা দেওয়ার কারণে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার বলেন, আনাস আলী চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শাখা ছাত্রলীগের সভাপতি পদে আছেন। তবে বাকি দুজনের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, ফেনসিডিলসহ আটকের বিষয়টি আমাদের জানা নেই। তবে প্রমাণ পেলে পরবর্তী সময়ে আনাসের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।