মির্জাপুরে খিচুড়ি খেয়ে শ্রমিকসহ ১০ জন অসুস্থ
টাঙ্গাইলের মির্জাপুরে খিচুড়ি খেয়ে কৃষি শ্রমিকসহ ১০ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুতানরি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সুতানরি গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আব্দুল খালেকের স্ত্রী রেনু বেগম খিচুড়ি রান্না করেন। তাদের জমির সরিষা তোলার জন্য বাড়িতে সাতজন শ্রমিক ছিল। বাড়ির লোকজনসহ শ্রমিকেরা সকালে ওই খিচুরি খান। শ্রমিকরা মাঠে কাজ করার সময় দুপুরের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একই সময় বাড়ির লোকজনও অসুস্থ হন। পরে প্রতিবেশীরা তাদের মধ্যে অচেতন অবস্থায় রেনু বেগম, তার ছেলে সোহেল রানা, তার স্ত্রী মীম আক্তার, দেবর রাকিব মিয়া ও শ্রমিক হযরত আলীকে মির্জাপুর উপজেলা সদরের যমুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মনির জানান, খিচুরি খাওয়ার পর অসুস্থদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খাদ্যে বিষক্রিয়ার কোনো আলামত পাওয়া যায়নি। কী কারণে তারা অসুস্থ হয়েছে তা জানার চেষ্টা চলছে।
এস এম এরশাদ/আরএইচ/জিকেএস