অটোরিকশা উপহার পেল সেই ইয়াছিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:২৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২২

অটোরিকশা উপহার পেয়েছে লক্ষ্মীপুরের সেই ইয়াছিন। ঢাকার বেসরকারি সংস্থা প্রজেক্টস ফর হিউম্যানিটি (পিফরএইচ) উদ্যোগে তাকে নতুন রিকশা কিনে দেওয়া হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিকশাটি হস্তান্তর করা হয়।

এর আগে ৬ ফেব্রুয়ারি জাগো নিউজে ছবিসহ ‘অটোরিকশা হারিয়ে ইয়াছিনের চারপাশ অন্ধকার’ শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। এরপর দেশ-বিদেশ থেকে অনেকেই প্রতিবেদককে ফোন করে ইয়াসিনের খোঁজ-খবর নেন।

jagonews24

রিকশা হস্তান্তরের সময় লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতাহের আলী ও ইয়াসিনের মা পেন্সি আক্তার, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন ও জুনাইদ আল হাবিব উপস্থিত ছিলেন।

jagonews24

রিকশা পেয়ে ইয়াছিনের মা পেন্সি আক্তার বলেন, আমরা অসহায়। অভাবের কোনো মতো খেয়ে না খেয়ে বেঁচে আছি। ছেলে-মেয়েদেরও লেখাপড়া করাতে পারিনি। এখন বেঁচে থাকার একটা অবলম্বন হলো। এজন্য সাংবাদিক ও রিকশাদানকারী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।