মির্জাপুরে ৯ ডাকাতসহ গ্রেফতার ২১
টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ডাকাত দলের ৯ সদস্যসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৯ সদস্য এবং উপজেলার অন্যান্য এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় ডাকাত দলের কাছ থেকে চারটি চাইনিজ কুড়াল, দুটি শাবল, একটি চাকু ও একটি লাইটিং মোবাইল জব্দ করা হয়েছে। এছাড়া অপর ১২ জন বিভিন্ন অপরাধে জড়িত এবং গ্রেফতারি পরোয়াভুক্ত আসামি।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ বলেন, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক বন্ধে মির্জাপুর থানা পুলিশ কাজ করছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
এস এম এরশাদ/এএইচ/এএসএম