বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে অসত্য তথ্য, চেয়ারম্যানকে শোকজ
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ায় ইউপি চেয়ারম্যান সেলিম খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এতে অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন জানতে চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। সেলিম খান চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান।
নোটিশে উল্লেখ করা হয়েছে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূমি অধিগ্রহণের বিষয়ে কেবলমাত্র একবার প্রাক্কলন তৈরি করা হয়েছে এবং উক্ত প্রাক্কলনের বিরুদ্ধে আপনি (সেলিম খান) হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। অথচ মাই টিভিতে বক্তব্য দেওয়ার সময় আপনি বলেছেন, ‘আমরা কোন রেট দেই না, আগের রেটটাও ডিসি সাহেব করেছে, পরেরটাও ডিসি সাহেব করেছে।’
নোটিশে আরও বলা হয়ে, অধিগ্রহণ প্রস্তাবিত এলাকায় ভূমির মালিক ও রিট পিটিশনার হিসেবে জেলা প্রশাসক কর্তৃক একবার প্রাক্কলন তৈরি করা হয়েছে জেনেও আপনি টিভি চ্যানেলে দুই রেট উল্লেখ করে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার কারণে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এর জন্য কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য বলা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ভূমি অধিগ্রহণের জন্য চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের একটি স্থান নির্ধারণ করা হয়। যদিও ভূমি অধিগ্রহণ নিয়ে এরই মধ্যে সর্বত্র নানান আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
নজরুল ইসলাম আতিক/এসজে/এএসএম