চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বালিথুবা ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের পাইকদী খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরের পর মরদেহটি নদীর তীরে আসলে স্থানীয়দের নজরে পড়ে। তারা থানায় বিষয়টি অবহিত করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদ্গঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, ফরিদগঞ্জ থানা এবং চাঁদপুর সদর নৌ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সন্ধ্যা সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ।

চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, মরদেহের বয়স আনুমানিক ১৮ বছর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

নজরুল ইসলাম আতিক/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।