নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
নওগাঁয় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের পার-নওগাঁ এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান শহরের সুলতানপুর মহল্লার সানাউল্লা হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল আরোহী সালমান হোসেন পার্শ্ববর্তী বগুড়ার শান্তাহার থেকে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় নওগাঁর ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সড়কে পৌঁছালে শহরের তাজের মোড় থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সালমান হোসেন মারা যান। স্থানীয়রা ট্রাকটি জব্দ করতে পারলেও ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) রাজিউল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহত সালমান হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমকেআর