গোমস্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:০২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল (৩০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এসময় আরিফ (৩২) নামের আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আড্ডা-সরাইগাছি সড়কের জিনারপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্ৰামের মোহাম্মদ আলীর ছেলে ও ইউনিয়ন যুবদলের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আহত ব্যক্তি একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিহী ভোলাভারী গ্ৰামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে দিকে আড্ডা-সরাইগাছি সড়কের জিনারপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত শাহ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোহান মাহমুদ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।