পর্নো ভিডিও সরবরাহ করতো তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০১:২১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

 

নওগাঁর পত্নীতলায় পর্নো ভিডিও সরবরাহকারী ছয় যুবককে আটক করেছে র‌্যাব।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মাহমুদপুর বাজার থেকে তাদের আটক করা হয়। রাত ১০টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজপ্তি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার আজমতপুর গ্রামের সত্য চন্দ্র মোহন্তের ছেলে মহন কুমার মোহন্ত (২০) ও সাদেকুল ইসলামের ছেলে তুহিন সরদার (২৭), ইছাপুর গ্রামের শরিফ উদ্দিন সরদারের ছেলে আমিনুর ইসলাম (৩৩), আফজাল মন্ডলের ছেলে ফারুক হোসেন (২৮) ও লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান ওরুফে রাজু (২৮) এবং সম্ভুপুর গ্রামের কিশোরী উরাওয়ের ছেলে মন্টু রাম (২৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিকেল সাড়ে ৪টায় পত্নীতলা উপজেলার মাহমুদপুর বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এসময় বাজার থেকে পর্নো ভিডিও সরবরাহকারী মহন কুমার মোহন্ত, তুহিন সরদার, আমিনুর ইসলাম, ফারুক হোসেন, মেহেদী হাসান ও মন্টু রামকে আটক করা হয়। একই সঙ্গে ছয়টি মনিটর, ছয়টি সিপিইউ, চারটি কি-বোর্ড, চারটি মাউস, ৯টি হার্ড ডিস্ক ও ১৮টি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা হয়েছে।

আব্বাস আলী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।