ভোলায় এক ইলিশের দাম তিন হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

ভোলার তুলাতুলি মেঘনা নদীতে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ। পরে সেটি নিলামে তিন হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

ভোলা তুলাতুলি মৎস্য ঘাটের মো. ইউসুফ জানান, শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তুলাতুলি এলাকার মো. মিলন মাঝি মেঘনায় ইলিশ শিকারে যায়। এসময় তার জালে পাঁচটি ইলিশ ধরা পড়ে। এরমধ্যে একটি ছিল রাজা (বড়) ইলিশ। যার ওজন এক কেজি ৮০০ গ্রাম।

পরে তুলাতুলি ঘাটে নোমান ব্যাপারীর আড়তে নিলামে তিন হাজার ২০০ টাকা মাছটি কিনে নেন মঞ্জু ব্যাপারী।

তিনি আরও জানান, মা ইলিশের নিষেধাজ্ঞার সময় তুলাতুলি এলাকায় বেশ কয়েটি রাজা ইলিশ ধরা পড়েছিল। আর দীর্ঘ দিন পর আবারও একটি রাজা ইলিশ পাওয়ায় জেলেরা নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছেন।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন দাবি করেন, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় নদীতে রাজা ইলিশ ধরা পড়ছে।

জুয়েল সাহা বিকাশ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।