নাটোরে উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

নাটোরের লালপুরে পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আব্দুলপুর জংশন স্টেশনের সংযোগেস্থলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রেনটি রাজশাহী থেকে এসে ইঞ্জিন কেটে লাইন পরিবর্তনের সময় সংকেত না থাকায় আকস্মিক ব্রেক করলে লাইন থেকে পড়ে যায়।

ট্রেনচালক শহীদুল আলম বলেন, আমার সহকারী ট্রেন চালাচ্ছিলেন। কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে সহকারী বলতে পারবেন।

আব্দুলপুর স্টেশন মাস্টার ইমদাদুল আলম বলেন, সংকেত অমান্য করে আসার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুইটি লাইন বন্ধ রয়েছে। সামান্য বিঘ্ন ঘটলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।