নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ২১ পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া ঘরের টিন

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে পরিবারগুলো।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে পঞ্চপুকুরের জুম্মা পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ২৮টি পরিবারের প্রায় ৫০টি ঘর পুড়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্ত হয় পাঁচটি পরিবারের অন্তত ১০টি ঘর।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত। নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

jagonews24

ইলেকট্রিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।

আগুনে রুবেল ইসলামের সর্বস্ব পুড়ে যায়। তিনি বলেন, রাতে হঠাৎ আগুন লাগলে চারিদিকে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস আসতে আসতে আমার সব শেষ হয়ে যায়। বাচ্চার বই, সার্টিফিকেট টাকা পয়সা আসবাবপত্র সবই পুড়ে শেষ হয়ে যায়।

jagonews24

একই এলাকার ক্ষতিগ্রস্ত মফিজুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে এসে দেখি চোখের সামনে পুড়ছে আমার ঘরবাড়ি। কোনো কিছুই নিতে পারিনি। চোখের সামনে সবই পুড়ে শেষ হয়ে গেলো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নীলফামারী উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ২১টি পরিবারের সর্বস্ব পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।