দুই কোটি ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১০:১১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে দুই কোটি ৫ হাজার ৪০০ পিস ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

jagonews24

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার পদ্মা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় মাছ ধরার ট্রলারে ১০ জেলেকে ফাইস্যা মাছের পোনা ধরতে দেখা যায়। এসময় দুই কোটি ৫ হাজার ৪০০ পিস ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করে কোস্টগার্ড।

পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগের কমকর্তা জয়ন্ত কুমার অপু জাগো নিউজকে বলেন, বিষখালী নদীতে মাছের পোনাগুলো অবমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে মুচলেকা দিলে আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়।

jagonews24

জেলা মৎস্য কমকর্তা বিশ্বজিৎ কুমার দেব জাগো নিউজকে বলেন, মৎস্য সম্পদ রক্ষা করাই আমাদের দায়িত্ব। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান অব্যাহত থাকবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।