টেকনাফ সড়কে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

কক্সবাজার-টেকনাফের এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হিরারদ্বিপ রাস্তার মাথায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের নজির আহমদ (৬২) ও সিএনজিচালক ইমাম হোসেন (৩৪)। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফমুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও কক্সবাজারমুখী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যাত্রীবাহী সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, কাভার্ডভ্যানের ড্রাইভারকে আটক ও দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ।

তিনি আরো বলেন, আহতদের অবস্থা আশংকাজনক। তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।