পাথরঘাটায় ১ কোটি মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করছে কোস্টগার্ড

বরগুনার পাথরঘাটায় এক কোটি ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার এম ইউসুফ আলী।

এর আগে দিনভর উপজেলার বিষখালী নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।

পাথরঘাটায় ১ কোটি মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নদীর বিভিন্ন এলাকায় মাছ ধরার ট্রলার থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।

কাশেম হাওলাদার/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।