পটুয়াখালীতে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২
জাল নোটসহ আটক মো. খোকন

পটুয়াখালীর গলাচিপায় ৯ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গলাচিপা পৌরসভার কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার টাকার ৭৯৬টি ও পাঁচশ টাকার ৩০৮টি নোটসহ মো. খোকন ওরফে শাওন ওরফে ছগিরকে (৩৫) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানা ও সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।