শিবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মিলন সিংহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় মিলন সিংহ নামের ভারতীয় এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিলন সিংহ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণমনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহের ছেলে।

মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ৩১ জানুয়ারি উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে সাতটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার বাদী হয়ে মিলন সিংহকে আসামি করে মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই মাহমুদুল হাসান তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ ওই ব্যক্তিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক মিলন সিংহকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সোহান মাহমুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।