সিরাজগঞ্জে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২
উদ্ধার হওয়ার গন্ধগোকুল

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন থেকে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার মেছরা ইউপির রুপসা বাজারের পাশ থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। বিরল প্রজাতির প্রাণীটি বর্তমানে ফরিদ ফরাজীর বাড়িতে রয়েছে।  

jagonews24

বিপন্ন প্রজাতির এ প্রাণী একনজর দেখতে শত শত মানুষ ফরিদ ফরাজীর বাড়িতে ভিড় করছে। কীটপতঙ্গ, পোকামাকড়, হাঁস-মুরগি, কবুতরের বাচ্চা খেয়ে জীবনযাপন করে এই প্রাণী।

স্থানীয় বাসিন্দা ফরিদ ফরাজী বলেন, রূপসা বাজারের পাশে আমাদের বাড়ি। বাড়ির পাশেই বাঁশ ঝাড়ের মধ্যে দেখা মেলে এ প্রাণীর। পরে স্থানীয়রা ধরতে গেলে বিশাল এক কড়ই গাছে আশ্রয় নেয়। সেখানে ধাওয়া করলে এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ধরে খাঁচায় রাখে। বর্তমানে আমার বাড়িতেই আছে।

jagonews24

দি বার্ড সেফটি হাউজের চেয়াম্যান মানুন বিশ্বাস জানান, রূপসা বাজার এলাকা থেকে ফোন করে জানানো হয়েছে। [বিরল প্রজাতির][ Animal World] গন্ধগোকুল উদ্ধারে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। গন্ধগোকুলটি বন বিভাগের হাতে তুলে দেয়া হবে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।