লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২

লালমনিরহাট জেলা ছাত্রলীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাশেদ জামান বিলাশকে সভাপতি ও আরিফ ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া সহ-সভাপতি পদে ১১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পাঁচজন ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সেইসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে শফিকুল ইসলাম পাপ্পু, আবদুস সোবাহান ও আব্দুর রাজ্জাককে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ১১ জুন লালমনিরহাট জেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। পরে জেলা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশীদের কাছে জীবনবৃত্তান্ত আহ্বান করেছিল সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। এর আট মাস পর নতুন কমিটির ঘোষণা করা হলো।

এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।