সুনামগঞ্জে গৃহবধূর ৬ টুকরো মরদেহ, প্রধান আসামি গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসি থেকে শাহনাজ পারভীন জ্যোৎস্না (৩৪) নামের এক গৃহবধূর ছয় টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জিতেশ গোপকে গ্রেফতার করেছে সিআইডি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি।
ঘাতক জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১০ বছর ধরে ঘাতক জিতেশ গোপ জগন্নাথপুর বাজারে ফার্মেসির ব্যবসা করছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবন্ধ অভি মেডিকেল হল থেকে এক গৃহবধূর ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই জিতেশ গোপ জগন্নাথপুর থেকে পরিবার নিয়ে পালিয়ে যায়। পরে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লিপসন আহমেদ/এএইচ/এএসএম