দিনাজপুরে চলছে শহীদ মিনার ধোয়া-মোছার কাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
ধোয়া-মোছা এবং রঙের কাজ চলছে

আর মাত্র একদিন পর একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এ দিনে মায়ের ভাষা বাংলার দাবিতে শরীরে রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে সারাদেশের মতো দিনাজপুরেও চলছে প্রস্তুতি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শহীদ মিনার ধোয়া-মোছার কাজ চলছে পুরোদমে। এ কাজ করছে একদল ছাত্র। তারা গুড়ো পাউডার ও ব্লিচিং পাউডার পানি দিয়ে ধুয়ে-মুছে পরিষ্কার করছে শহীদ মিনার।

কলেরে ছাত্র মো. রশিদুল ইসলাম বলেন, আর মাত্র একদিন বাকি, তাই আমরা ক্যাম্পাসের শহীদ মিনারটি সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করছি। যাতে করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি।

jagonews24

এদিকে প্রস্তুত করা হচ্ছে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার। চৌহদ্দি বাঁশের বেড়া দিয়ে ঘেরা ও লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ধোয়া-মোছা শেষে বেদি ও পাশের দেওয়ালগুলোতে চলছে রঙের কাজ। এরপর আলপনার সাজে সাজবে শহীদ মিনারের দেওয়াল।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিসিটিভি এবং হাই পাওয়ারের লাইট স্থাপনের লক্ষ্যে তার টানা হচ্ছে।

jagonews24

পরিষ্কার করা হয়েছে বোচাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারও। সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী পৌর শহীদ মিনার পস্তুত করছে। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারগুলোতে ধোয়া-মোছা চলছে।

এমদাদুল হক মিলন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।