নাটোরে আ’লীগ নেতার ওপর প্রতিপক্ষের হামলা, আহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
হাসপাতালের বেড়ে আহত এমরান সোনার

নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দলের কেন্দ্রীয় তথ্য ও প্রচার উপকমিটির সদস্য এমরান সোনারসহ সাতজন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) নাটোর সদর উপজেলার পিগজিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

অপরাপর আহতরা হলেন একই এলাকার আফতাব, সুলতান, জিয়ারুল, আসাদুল, আহমেদ আলী ও রাজিয়া বেগম।

আহত আফতাব জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে এমরান সোনারের পোস্টার লাগানোর সময় প্রতিপক্ষরা অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। শনিবার সকালে যুবলীগ সদস্য ককালিয়া ও মেহেদীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ২৫-৩০টি মোটরসাইকেলে করে এসে হামলা চালায়।

এসময় স্টিলের পাইপ, হাতুড়ি, হাঁসুয়া দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে এমরান সোনার বলেন, সম্মেলনে আমার সমর্থকরা যেন না আসতে পারে সেজন্য বিভিন্ন স্থানে ভয়-ভীতি দেখানো হচ্ছে।

এ বিষয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামালা করতে বলা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।