যশোর কলেজের লাইব্রেরি ডিজিটাল করলো বিকাশ
তথ্য-প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে ঐতিহ্যবাহী যশোর কলেজের লাইব্রেরি ডিজিটাল করেছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। শিক্ষার্থীদের জ্ঞান চর্চার আরও সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে আধুনিক ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।
এসময় উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন, বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), চিফ কমিউনিকেশনস কর্মকর্তা অফিসার মাহফুজ সাদিক ও কলেজের গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।
ওই লাইব্রেরিতে চারটি কম্পিউটার, উন্নত প্রযুক্তির লেজার ফটোকপি প্রিন্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংযুক্ত করা হয়েছে। এছাড়াও নান্দনিক ভাবে সাজানো হয়েছে।
বিকাশ যাত্রা শুরুর সময় থেকেই বই বিতরণের সঙ্গে সম্পর্ক গড়েছে। আগামী প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত দুই হাজার ৯০০ শিক্ষাপ্রতিষ্ঠানে দুই লাখ ৫৩ হাজার ৬০০ বই দিয়েছে। এছাড়া গত আট বছর ধরে বইমেলা উপলক্ষে ক্যাশব্যাকও দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
মিলন রহমান/আরএডি/এএসএম