লক্ষ্মীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২২

লক্ষ্মীপুর জেলা মৎস্য কার্যালয়ের সামনের সড়কে ট্রাকচাপায় প্রান্ত (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রান্ত বিসিক এলাকার খলিফা বাড়ির আবুল খায়েরের ছেলে। সে নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়া জানান, প্রান্ত লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্ব দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছে একটি যাত্রীবাহী বাস অতিক্রম করতে গেলে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই সোহেল।

কাজল কায়েস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।