পটুয়াখালীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৩১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
পুলিশের হাতে গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মুন্সি

পটুয়াখালীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদল মুন্সিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের শেখ রাসেল শিশু পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাদল টাউন বহাল গাছিয়া এলাকার বাসিন্দা করিম মুন্সির ছেলে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, শহরের শেখ রাসেল শিশু পার্ক বিটাইপ এলাকায় অভিযান চালিয়ে বাদল মুন্সিকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় জামিনে বেরিয়ে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

ওসি আরও বলেন, ২০১৩ সালে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। পটুয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয়মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে।

আব্দুস সালাম আরিফ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।