অবশেষে শহীদ মিনার পেল ডোমারবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
ডোমার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার

নীলফামারীর ডোমার উপজেলায় কেন্দ্রীয়ভাবে নির্মাণ হয়েছে শহীদ মিনার। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারটির উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

jagonews24

উদ্বোধন শেষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর সবার উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানান। এক সময় শহীদ মিনার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

এর আগে ডোমারে কেন্দ্রীয়ভাবে কোন শহীদ মিনার ছিল না। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রায় ৫৫ ফুট লম্বা এই শহীদ মিনারটি নির্মাণে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়। শহীদ মিনারটি নির্মাণ হওয়ায় খুশি উপজেলাবাসী।

jagonews24

মানবাধিকার কর্মী আব্দুল্লাহ ইবনে খালিদ বলেন, অবশেষে ডোমারে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার স্থাপিত হলো। এর মাধ্যমে নতুন প্রজন্ম শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে নতুন করে জানতে পারবে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।