স্ট্রেচারে শুয়ে শহীদদের শ্রদ্ধা জানালেন ভাষাসৈনিক কয়েস উদ্দিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
স্ট্রেচারে শুয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামালপুরের ভাষাসৈনিক কয়েস উদ্দিন। ছবি-জাগো নিউজ

জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ই শ্রদ্ধা জানাতে স্ট্রেচারে শুয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গেলেন ভাষাসৈনিক কয়েস উদ্দিন (১০০)। তিনি জামালপুর জেলায় বেঁচে থাকা একমাত্র ভাষাসৈনিক বলে জানা গেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ভাষাসৈনিক কয়েস উদ্দিনের অনুরোধে ‘হ্যালো মেয়র’ নামের একটি অ্যাম্বুলেন্সযোগে তাকে শহীদ মিনার নিয়ে যান একদল যুবক।

স্ট্রেচারে করে তাকে শহীদবেদিতে ওঠানো হয়। এরপর বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এই ভাষাসৈনিক। কিছুক্ষণ পর আবারও তাকে হাসপাতালে আনা হয়।

jagonews24

ভাষাসৈনিক কয়েস উদ্দিন জাগো নিউজ বলেন, ‘বাংলা ভাষার জন্য এই দিনে আন্দোলন করেছি। এমন দিনে হাসপাতালের শুয়ে থাকতে পারি না। যারা ভাষার জন্য আত্মাহুতি দিয়েছিলেন, আজকের এইদিনে তাদের শ্রদ্ধা জানাতে না পারলে আমি শান্তি পেতাম না। তাই স্ট্রেচারে করেই শহীদবেদিতে গিয়ে তাদের শ্রদ্ধা জানিয়েছি।’

jagonews24

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম জাগো নিউজকে বলেন, ‘তিনি এমন একজন ভাষাসৈনিক, যিনি কারও কোনো সাহায্য-সহযোগিতা চান না। মওলানা ভাসানীর দেওয়া রেলওয়ের জায়গায় একটি খুপড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।’

jagonews24

তিনি আরও বলেন, ‘গত পরশু শুনতে পাই কয়েস ভাই রাস্তায় পড়ে গিয়ে কোমড়ে ব্যথা পেয়েছেন। পরে হাসপাতালের সহকারী পরিচালককে ফোন দিলে তিনি অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করান। আজ মেয়র মহোদয় গাড়ি পাঠিয়ে দিয়ে তার শহীদ মিনারে যাওয়ার ইচ্ছা পূরণ করেছেন।’

পৌরমেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘আমি সকালে জানতে পারি ভাষাসৈনিক কয়েস উদ্দিন শহীদবেদিতে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। পরে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়ে তার ইচ্ছা পূরণ করেছি।’

মো. নাসিম উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।