শীতের শেষে এমন শিলাবৃষ্টি কখনো দেখেনি লালমনিরহাটবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে

লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। প্রায় ২০ মিনিট ধরে চলা শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। অনেকে বলছেন, শীতের শেষ মৌসুমে আগে কখনো শিলাবৃষ্টি হতে দেখেননি তারা।

jagonews24

শিলাবৃষ্টিতে আলু, পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা, ইরি ধান ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষক সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘শীতে এমন শিলাবৃষ্টি আগে কখনো দেখিনি। হঠাৎ শিলাবৃষ্টিতে আমার পাঁচ বিঘা তামাক আর আলুক্ষেত নষ্ট হয়ে গেছে।’

চলবালা ইউনিয়নের কৃষক শাহ আলী বলেন, ‘শিলাবৃষ্টিতে আলুক্ষতি ব্যাপক ক্ষতি হয়েছে। যেটা ব্যয় করেছি এখন সেই টাকাও উঠবে না।’

jagonews24

আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের কৃষক রহিম উদ্দিন জানান, বিকেল থেকেই বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে থাকে। এর একটু পরেই শিলাবৃষ্টি শুরু হয়।

লালমনিরহাট কৃষি অধিদফতরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, সদর ও কালীগঞ্জ উপজেলাসহ বেশকিছু জায়গায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আলু, ভুট্টা, পেঁয়াজ, রসুন, মরিচ, তামাকসহ ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।

রবিউল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।