মুন্সিগঞ্জে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:০৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২২

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তোলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর ভদ্রাসন এলাকার শহিদুল মাদবরের স্ত্রীর শিউলী বেগম (৪৫) ও মেয়ে পুতুল আক্তার (২০)। দুর্ঘটনায় আহত হয়েছে নিহত পুতুলের মেয়ে আনিসা (২) ও সিএনজি চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, শিউলী বেগম ও মেয়ে আনিসাকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মাদারীপুরের বাড়িতে ফিরছিলেন পুতুল আক্তার। পথে তাদের বহনকারী সিএনজিটি টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে সিএনজি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয় শিশু আনিসা ও সিএনজিচালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা সোয়েব আলী বিষয়টি জানান, নিহতদের মরদেহ মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকচালক বাবুলকে (৩৮) আটক করা হয়েছে। আহত শিশু ও সিএনজিচালককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনি পদক্ষেপ শেষে নিহতদের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।