শহীদ দিবসে কনসার্ট, গরু জবাই করে ভূরিভোজ সাবেক চেয়ারম্যানের
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কনসার্টের আয়োজন করেছেন এক সাবেক ইউপি চেয়ারম্যান। এর পাশাপাশি গরু জবাই করে এলাকাবাসীর জন্য ভোজের আয়োজন করেন তিনি। এ-সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এ ঘটনায় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার ৭ নম্বর পূর্ণিমাগাতী ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিন সরকার বাজারে গরু জবাই করে ও কনসার্টের আয়োজন করে শহীদ দিবস পালন করেন।
রাত দেড়টা পর্যন্ত কনসার্ট চলে। উচ্চশব্দে গান-বাজনা করা হয়। শহীদ দিবসে এ ধরনের অনুষ্ঠান করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গত ২৮ নভেম্বর ৭ নম্বর পূর্ণিমাগাতী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক চেয়ারম্যান আল-আমিন সরকার। তবে নৌকা প্রার্থীর কাছে বিপুল ভোটে হেরে যান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান আল-আমিন বলেন, ‘আমি আল্লাহর নামে গরু জবাই দিয়েছি।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে কনসার্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকাবাসীর অনুরোধে এই আয়োজন করা হয়। এ বিষয়ে কিছু না লিখলে খুশি হবো।’
৭ নম্বর পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘আল-আমিন চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়ন আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক হন। চেয়ারম্যান হওয়ার পর থেকে চাঁদাবাজি, সন্ত্রাস থেকে শুরু করে এমন কোনো কাজ নেই তিনি করেননি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।’
তিনি বলেন, নির্বাচনে পরাজিত হয়ে আল-আমিনের মাথা খারাপ হয়ে গেছে। এজন্যই শহীদ দিবসে গরু জবাই করে কনসার্টের আয়োজন করেন। ইউনিয়ন আওয়ামী লীগ এ ঘটনার তীব্র নিন্দা জানায়।
৭ নম্বর পূর্ণিমাগাতী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম তপন বলেন, একুশে ফেব্রুয়ারিতে এ ধরনের অনুষ্ঠানকে আমি ঘৃণা করি। বিষয়টি উপজেলা আওয়ামী লীগকে জানানো হয়েছে।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে জেনেছি। ভাষা ও শহীদ দিবসে এ ধরনের ঘটনা ঘটে থাকলে আমি তার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বিষয়টি আমার জানা নেই। আমার কাছে কোনো অভিযোগও আসেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।
এসআর/জিকেএস