বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু
বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে পাবনার সুজানগর উপজেলার বিল গাজনা পাড়ে।
নিহত শুভ বেড়া উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে এবং অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ধোবাকোলা করোনেশন উচ্চ বিদ্যালয় এবং কলেজের উপ-সহকারী শিক্ষক ও শুভর আত্মীয় আবু বকর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, শুভ তার দুই বন্ধুকে নিয়ে বিকেলে গাজনার বিল দেখতে বের হয়েছিলেন। দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আহত হন তিন বন্ধু।
গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান শুভ। অন্য দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমিন ইসলাম জুয়েল/জেডএইচ/