বৈদ্যুতিক মিটার-মোটরসাইকেল চোর চক্রের ১১ সদস্য গ্রেফতার
জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও মোটরসাইকেল চুরির হিড়িকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ। তাই জয়পুরহাট এবং ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সাত ও মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা জয়পুরহাটের বিভিন্ন এলাকার বাসিন্দা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁঞা।
তিনি বলেন, চোররা দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের বাণিজ্যিক ও সেচ পাম্পের মিটার চুরি করে গ্রাহকদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন। এছাড়া কপি চাবি তৈরি করে জেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজন মোটরসাইকেল চোর ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিটার চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।
রাশেদুজ্জামান/এসজে/জিকেএস